প্রলাপের মাঝে বড্ড একঘেয়েমি লাগে
আমার একা একা কথারা লুকিয়ে থাকে
বুকে জ্বলছে আগ্নেয়গিরি, লাভার উদগীরণ এই হল বুঝি
আশার সমাধি সৌধে রোজ একটা করে প্রদীপ লাগে
শুষ্ক হৃদয় গ্রীষ্মের প্রখরতায় ঘুমিয়ে থাকে
চোখে সহস্র বছরের নিদ্রা, মরনের ডাক ওই এল বুঝি
কস্মিন কালেও আমি জীবিত ছিলাম এটাই আজ বিস্ময় লাগে
তবু আমি মনুষ্যত্ব এ কথা কি জানি কেন বারবার অন্তর বলতে থাকে
মানুষ নিজের মান - হুশ খুইয়ে ক্রম অবনমিত, তার অস্তিত্ব কালসর্পের গ্রাসে এই গেল বুঝি।