আদিমকালে মানুষের ছিল না কোন বিভেদ না ছিল রেড কার্পেট
পরে ধনী গরীব মধ্যবিত্ত বিভেদে সমাজ হল খণ্ড বিখন্ড
কেউ টাকার গদিতে তো কারোর জোটে না ভাত ভরপেট
শুধু বইতে আর খবরে নাকি ভারত অখণ্ড
করোনা বন্ধ করল স্কুল, তাই অচল আজ পেনসিল স্লেট
পথে হাঁটা মানুষ, নিম্নমুখী শেয়ার মার্কেটের মানদণ্ড
বিলেত ফেরত সকলে, ওদিকে নেতার বাড়িতে গোল্ড- প্লেট
কিছু বললেই আমরা জনসাধারণ অসামাজিক, ওরা নয় মন্দ, নয়কো পাষণ্ড ।