মেঘবালিকা


তাহার তন্দ্রাহীন নিশার ক্লান্তি মিশ্রিত একগুচ্ছ কেশরাশি
স্বয়ং সে রৌদ্রতপ্ত দিবসের তাপ অবসানে বর্ষার ধারার ন্যায় কখনো বা আগ্রাসী
সুনিপুণ ক্ষুদ্র তথাপি সুগভীর ইঙ্গিতবহ চাহনি
দন্তের পার্শ্ব হইতে মৃদুহাস্য ততোধিক সম্মোহনী
সময়চক্র যদি থামিয়া যাইত, পবন ক্ষণিক বিশ্রাম লইত
অবিভক্ত আলাপন যদি কভু না সাঙ্গ হইত
বাক্যহারা কাব্যিক হৃদয় নিষ্পলক নয়ন লইয়া যেথা স্থির দৃষ্টিতে দেখিত খেয়া পারাপার
সেথায় বোধকরি বেনামী এক নদের ওপারেতে বাস ওই জনৈক মেঘবালিকার।