জন্ম আমার যেথাই হোক
কেউ মরলে আমার নাইকো শোক
ভোটের আগে বাড়ি বাড়ি ঘুরি
এই দেব, ওই দেব, দিই আশ্বাস ভুরি ভুরি
সোজাপথে যদি না দিবি ভোট
উল্টোপথে মোরা পাকাবো ঘোট
গদিতে একবার বসে গেলেই
ডাইনে বাঁয়ে নাই দেখার বালাই
শাসন আমার, তাই রক্ষক ভক্ষক সবই কেনা গোলাম
ওসব কি করে দেব বলেছি, ভুলে যা, নইলে তোর সব হবে নিলাম  
এই প্রথা চলছে চলবে, রং যতই বদলাক
একবার যখন জায়গা পেয়েছি, সব্বাই ঠ্যালা সামলাক
ঘরের পর ঘর বানাব, ছেলে-পুলে, নাতি-পুতি সবে মিলে লুটব
তোরা এবার কিছু করে দেখা, তাহলেই কত জোর আছে বুঝব।