বিন্দু বিন্দু ঘাম জমেছে কপালে
সকালের শিশির যেন একখানা তোয়ালে
কম্বলে মুড়ি দিয়ে আছে সূর্য্যিমামা
মেঘের আড়াল থেকে বুঝি এই দেবে হামা
কয়লার কালো ধোঁয়া নাকি গাড়ির দূষণ
রোজ বুঝি রোদটাকে ঢাকবে কোন রাবণ
মানুষের বোঝা খুব বেড়ে গেছে হায়
করোনার রোষের সাথে দূষণ আর একটা দায়
নতুন সকাল আসতে আছে কত দেরী
জবাবটা জানা নেই, তবে নয় শিগগিরি ।