মহারাজ ?


সবার চোখে ঠুলী পরা, দেখেও বলতে পারছে না যে, রাজার পোশাক যারপরনায় জরাজীর্ণ  
পায়ে রাজার অদৃশ্য জুতো পরা, মাথার মুকুট - সেও তো আগের তুলনায় অতিশয় সংকীর্ণ
কাঁপা কাঁপা হাতে মন্ত্রী এসে বলে - "রাজামশায়, আপনার সাজ অতি চমৎকার, এ নির্ঘাত হবে কালোত্তীর্ণ ।"
হাসি চেপে রেখে সেনাপতি বলে - "মহারাজ, দর্জি পোশাক তৈরীর পরীক্ষায় তাহলে উত্তীর্ণ ।"
বাইরে থেকে এসে হঠাৎ রাজাকে এহেনরূপে দেখে বিদূষক করে হাহাকার
বলে ওঠে -" একি মহারাজ, একি অবস্থা, একি শতচ্ছিন্ন পোশাক, মহারাজের সাথে মস্করা করে- এমন সাহস কার  ।"  
শুনেই ক্রুদ্ধ মহারাজ বলে -"কে আছ, কোথায় সব, কালকুঠুরী খোল, একে জলদি করো বন্দী ।"
বিদূষক হায় হায় করে ওঠে -"হা, নির্বোধ রাজন, গদি আপনার ভূলুণ্ঠিত, ওই যে মন্ত্রী -সেনাপতি আঁটছে ফন্দী ।"



(কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমর সৃষ্টি 'উলঙ্গ রাজা'
এবং লিও টলষ্টয় -এর কালজয়ী  'দ্য নেকেড কিং '  
ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 'বিদূষক' গল্প - এর প্রতি শ্রদ্ধার্ঘ্য)