অজানা আবছায়া ঘেরা
বারবার ঘোরা আর ফেরা
এর যেন নেই কোন শেষ
দরবারে দাবি করেছি পেশ
ইচ্ছার স্বেচ্ছা- মৃত্যু  ঘটছে রোজ
রাখে কি কেউ তার কোন খোঁজ ?
আজ হবে কাল হবে
নাকি হবে তবে যবে ফুল ঝরিবে
এই সমাজ কি অতীতের পরিপূরক
বোধহয় সভ্যতার ধারক ও বাহক
নাকি শুধুই স্মারক
হাতের নীচে রয়েছে বিস্ফোরক
একই চেয়েছি মোরা
নাকি চেয়েছে পূর্বপুরুষেরা
কোথায় এসেছি, নেই কাজ
নুন আনতে পান্তা ফুরোয়, মাথায় পড়ে বাজ
সবাই পাশ, সবাই ফেল
কার মাথায় পড়ল বেল
কে যে রাখে কার খবর, কে কাকে চেনে
নিজ নিজ কাজে শুধু  স্বার্থটুকুই জানে
দোষ কাকে দেব তা বুঝতে পারি না
তাও মনের কথা না বলে থাকি না
সুখের দিন আসে আসে করে আশায় দিন যে গুনি
আর নতুন যুগের নতুন দলের পদধ্বনি শুনি।