দেখলাম দূর থেকে হঠাৎ তিনটে ট্রেনের সংঘাত
এ যেন মনে হল কোন নিয়তির নির্মম করাঘাত
পলক ফেলার আগেই কেঁপে উঠল বাহানাগার বাজার চত্বর
বিকট আওয়াজে স্তম্ভিত চারিদিক, সয়ে সয়ে মানুষ ছুটে এল সত্তর
আঁতিপাঁতি করে খুঁজে চলল সকলে বেচে বেরোবার রাস্তা
কেউ কোনভাবে বেঁচে বেরোল আবার কারোর হল মর মর অবস্থা
সরকারী সাহায্য ইত্যাদি এল যদিও কিছুক্ষণের মধ্যে
কিন্তু কত যে জখম কত যে মৃত এ সম্ভব নয় জানা কারও তখন সাধ্যে
রেলের গাফিলতির খেসারত দিতে কত মানুষ বলি হল - এ বলা বেশ শক্ত
সরকারী হিসেবে মৃত কম দেখালে ক্ষতিপূরণ কম লাগবে - এ হিসেব পাকাপোক্ত
এত কিছুতেও রাজনীতি তরজা অব্যাহত, দোষ চাপানোর আসর সর্বদাই সুন্দর করে সাজানো
ওদিকে পরিযায়ী শ্রমিকের পকেটে এতদিনের কাজের জমানো যা টাকা ছিল, সবই গেছে খোয়ানো
কারোর বাপ, কারোর একরত্তি শিশু, কারোর রোজগেরে জোয়ান ছেলে তো কোন পরিবার গেল ভেসে
সশরীরে যারা বাড়ী ফিরে এল তারা কি কোনদিন এহেন দুঃস্বপ্ন ভুলতে পারবে অবশেষে ?    


(কিছু প্রত্যক্ষদর্শীর বয়ানের প্রেক্ষিতে লিখিত )