সবুজের দুনিয়াটা ভুলে আজ মানুষ ,
কংক্রিটের দুনিয়ায় ওড়াচ্ছে ফানুস;
জমির বদলে উঠছে ফ্ল্যাট প্রতিদিন ,
ভুলছে তার গাছপালার কাছে রয়েছে অনেক ঋণ ।
গাছের ছায়ায় ক্লান্ত পথিকের বিশ্রাম,
তার থেকে প্রিয় এখন এসির আরাম;
গাছের নিধন বাড়ায় খরা,
প্রকৃতির খামখেয়ালি তার কাছে আজও অধরা।
যেদিন ভুল বুঝবে মানুষ,
সেদিন চুপসে যাবে তার সব স্বপ্নের ফানুস;
সময় থাকতে গাছ লাগান,
নিজের এবং দশের প্রাণ বাঁচান।