কি বলে জানাই সখা তোমায় ধন্যবাদ
বয়সে বড় হলেও তোমার বন্ধুত্বে নেই কোন খাদ
ত্রিপুরার মাটি তোমার জন্য হল মোর আপন
সার্থক হল এই স্থানেতে তিন রাত্রি নিদ্রা যাপন  
অমায়িক তুমি কবিবর, বাচনভঙ্গিতে আবেগ বারংবার স্পষ্ট
শেষটাতে দেখা না হবার রইল অনেকখানি কষ্ট
বেশি কথা আমার সাজে না, তুমি তো এমনিতেই প্রশান্তির প্রতীক
এ ক্ষুদ্র কবিতাখানিই হোক প্রিয় কবি পরিতোষ বাবুর প্রতি বিনম্র পারিতোষিক ।।



(প্রিয় কবি পরিতোষ বাবুর জন্য কবিতাটি যদিও ত্রিপুরা থেকে ফেরার পথে ট্রেনেই লিখি, কিন্তু অনেকদিন পর আজ সেইটে খুঁজে পেলাম। )