তোমার সঙ্গে আরেকজনের থাকতে পারে অমিল
তাই বলে তাকে দেখলেই দরজায় দেবে খিল
সকলেই বলে গেছেন মানুষ হতে আগে
পাতা পাতা বই পড়া কি শুধু চাকরী পেতেই লাগে
অন্যকে ভালবাসা শেখ, জেনো পরোপকারই ধর্ম
স্বামী বিবেকানন্দের বানীই হল মানবিকতার বর্ম
পাশের বাড়ির সমবয়সী ছেলেটা হাঁটতে পারে না
তাকে দুটো ভালো কথা বলতে তো কোন পয়সা লাগে না
ফকীর চাচা অন্ধ ভিক্ষুক, একমনে ভজন গায়
তাকে দুমুঠো অন্ন দিতে কতটুকুই বা আসে  যায়
জীবন ময়রা পা খুইয়ে আজ কোনমতে দিন  কাটায়
এত ক্লাব, দল - সব এদের সাহায্যের জন্যই সরকারের টাকা পায়
এক পা হারানো মাইকেল চার্চের দরজায় যিশুর প্রেয়ার করে দিনরাত
তার ঘরের লোক মার্সিডিসে চড়ে ঘোরে দেখেও করে না দিকপাত
গুরবচন শুনতে পায় না, বলতেও পারে না কিছু এখন
বউ ছেলেতে তাকে ফেলে চলে গেল, কেউ তাদের আটকাল না তখন
মেকি দেশপ্রেম চর্চা তো অনেক হল
তলে তলে স্বাধীনতার পঁচাত্তর পেরোল  
কেতাবী বিদ্যে থাকা ভালো কথা
কিন্তু 'প্রতিবন্ধী' শব্দে আটকে যে শিক্ষে সে তো শুধুই জড়তা
স্বাধীনতার এই লগ্নে নিজেরা অঙ্গীকার করি সকলে মনে মনে
সবারে মানুষ ভেবো অন্য কিছু নয় - এ যেন সর্বদা জাগরিত থাকে আমাদের চিন্তনে ।


                             "সহমর্মিতার সংবেদন''