কোথাও অফিস রুমের বাইরে প্রতীক্ষায় থাকা আর পোষায় না
ওসব কিছু বেশ নিংড়ে দিয়েছে আমায় আগে একসময়
তাই আমায় অন্যের কথারা আর বেশি ভাবায় না
বরং অন্তরের গভীরে ডুব দিয়ে দেখো কাঁদছে সে সবসময়।
ফেলে রাখা দিনের পেছনে ধাওয়া করে লাভ নেই
ওরা আবার বহু সহস্র ক্রোশ দূরে ছুঁড়েই দেবে কোনসময়
তার চেয়ে অনেক ভালো এই বেশ রয়েছি, কাজ নেই
কদিন পর নেতারা ভোটের প্রচারে এসে গল্প শোনাবে স্বপ্নময়
বেকার যুবকের অর্ধমৃত্যু এমনিতেই ঘটে যায়, কাজই তো তার নেই
আর বাকি অর্ধমৃত শরীর শুধু বেঁচে থাকে হয় বিপথে গিয়ে একসময়
নয়তো সৎ পথে যারা থাকতে চায়, তাদের পাশে কেউ নেই
তাই তাদের তকমা জোটে যাযাবর, আর জীবন তাদের হয়ে যায় ভ্রাম্যময়।