বেশ ছিল এক রাজ্য খুশিতে ভরপুর
ধান ভরা গোলায় তার ঘর থাকত  টইটম্বুর
শিল্প-বানিজ্য খুব বেশি না হলেও মন্দ ছিল না
দিনের শেষে হাসি ফুটত মুখে, দুঃখ ছিল না
কেমন করে পঙ্গপালের দল এল হটাৎ করে কে জানে
সব জমি উজাড় করে দিল, স্বর্গ পরিণত হল শ্মশানে
এমন ধারা পঙ্গপাল কেউ দেখেনি কোনও কালে
খেয়ে খেয়ে সে শেষ করে ফেলল সব কিছু এক খাবলে
পঙ্গপাল রাজত্ব করতে থাকল সেই রাজ্যের সর্বত্র
ত্রাহি ত্রাহি রব উঠল রাজ্যের যত্র তত্র
নিস্তার নাই এই পঙ্গপাল রাজের হাত থেকে
সুদিনের আশায় বসে সকল জনগণ ইষ্ট দেবতার নাম ডেকে ।  


(কবিতা রচনার তারিখ-  ৮ ই ফাল্গুন, ১৪২৯ সন। )
(প্রেক্ষাপট - বর্তমান পশ্চিমবঙ্গের দুর্দশা )