মনের নাকি পেটের ঠিক বুঝতে পারছি না
কিন্তু অসুখ একটা করেছে, স্থির বসতে দিচ্ছে না আসনে  
নইলে চারপাশে এতকিছু তবু কাজ পাচ্ছি না
গলতি তো কিছু একটা রয়েছে, হোক তা মননে কিংবা অবচেতনে  
সবাই বলছে ভালো আছি, কিন্তু মানতে পারছি না
চোখের কোনে কালি তবে ঠিকই পড়েছে, বেশ বুঝছি শয়নে কিংবা জাগরণে  
চালেডালে মানুষ দিব্যি আছে, কিন্তু আমি ঘুমোতে পারছি না
বোধহয় স্নায়ুর গণ্ডগোল করেছে, কে জানে হাঁসফাঁস করছি কলুষিত সামাজিক দর্পণে  
কিন্তু না, তেমন কিছুই ঠাওর করতে পারছি না
তবে সবাই কি ঘুমিয়ে রয়েছে, তারা কি অবলুপ্ত চিন্তনে  
মারামারি খুনোখুনি কি তবে হচ্ছে না
নাকি ওরা চোখ বুজে রয়েছে, সবই হচ্ছে ভীতির অনুরণনে
দোষীর সাজা হতে গিয়েও হচ্ছে না
সব কানে ঠুলি পড়েছে, কুবিচার সম্মুখে আজ আর সুবিচার অপসারণে
কর্ম নেই কিন্তু অশিক্ষার হাঁড়ি বলতে দিচ্ছে না
আর শিক্ষিতরা গোলাম হয়েছে অর্থ মহিমা অথবা বলশালী ভীতি প্রদর্শনে  
অসুখ একটা রয়েছে বটে, দেখেও দেখতে পাচ্ছি না
আর দেখেও কি হবে, ব্যারাম আজ রয়েছে যত্রতত্র শাসনে, শিক্ষায়, দর্শনে ।