নারীরা আজ কোথায় নেই, চাঁদে কিংবা মঙ্গলে
খেলাধুলা যা নাকি পুরুষেরই ছিল, তাও জুটেছে কপালে
অফিসে আদালতে মহিলারা আজ সমান তালে রয়েছে
পুলিশের উর্দিতে অথবা মন্ত্রী মহলে রানীর মর্যাদা পেয়েছে
পরিবর্তন এতটাই যে চোখে না পড়ে নেইকো উপায়
তবুও সত্যিই কি তারা আদৌ স্বাধীন সে কথা বলা যায় ?
তারা আজও পরাধীন সে যে রূপেই হোক, শৈশবে অথবা যৌবনে
সমাজ যে তাদের কলঙ্ক বয়ে বেড়াতে নারাজ, তা প্রমাণিত বারংবার এ যুগের নারীর চরিত্রহননে  
বস্ত্র-হরণ দ্রৌপদীর আমল থেকে আজও স্বমহিমায় বর্তমান  
এ কথা শুনতে মন্দ হলেও সত্য, এ হীনমন্যতা সদা-বর্ধমান
নারী যতই ঊর্ধ্বাকাশে যাক, পিছিয়ে পরা বহুলাংশে তাকে টানছে পিছনে
পুরুষের সমকক্ষ হওয়া শুধুই আইনের ঘেরাটোপে, বাকি ব্যর্থ নিশিযাপনে।