গোলাপের রেণু জিজ্ঞাসা করে যায়
    কি নিমগাছ, হাসি নেই আজ?
পলাশ হেসে গাল লাল করে যেন বলে যায়
    দাদা রে, বসন্ত এসেছে, এবার সাজ
আমের বকুল উড়ে এসে আমার ডালে বসে যায়
     বন্ধুর মতো থাকাই ওর কাজ
আর সাইবেরিয়ার পাখিও অত দূর থেকে আসে যায়
     তখন শীতের আমেজে আমারও মন হয়ে যায় দরাজ
অন্য প্রাণীরা এসে ঘর বানায়, আমাতেই খেলে যায়
     শুধু ব্যতিক্রমী বলতে গেলে ওই মনুষ্যসমাজ
ওরা মানুষেরা, কলকারখানার ধূলো খাওয়ায়
     দরকার পরলেই ডাল কেটে লুটপাট করে প্রকৃতির দেরাজ
আমাদেরকে ধ্বংস করে নগরীকরণ শিল্পোন্নয়ন -এর বুলি আওড়ায়
     আদতে নিজেদের স্বার্থ, লোভের বশে করে ফাঁকা আওয়াজ
যতই কর, মানুষের দল তবুও আরও চায়
     শোধরানোর দরকার ওদের, নয়তো সকলেরই মাথায় পরবে বাজ।