ক্লান্ত রবিবার নিঃশ্বাস ফেলছে ঘাড়ে
কাজের অছিলায় মিছে ঘুরি আমি ঘুমের ঘোরে
স্বপ্ন সব বেরঙ হয়েছে কবিতাও হল বেমানান
কলির কপট চাউনি গিলছে যেন মোদের বানানো খিলান
কাজ নেই আজ কথা আছে শুধু
ভুরি ভুরি মিথ্যের মাঠ করছে ধু ধু
পেটে ভাত নেই কাঁদছে পথিক
তার দুঃখে সে পাবে না কোন শরীক
মন্ত্রী ষড়যন্ত্রীর বিদেশভ্রমণ হোক জনতার টাকায়
চেলারা প্রতিবাদের গলা টিপে চলে যায় একা পেলে ফাঁকায়
এ মেকি স্বাধীনপন্থা যেথায় কৃষক মরছে পাতে
কখনো ফড়ে তো আবার এখন বে- সরকারের হাতে
তোমায় বিদায় দেব হে মিথ্যা স্বাধীনতা
নতুন করে লিখব নিজেদের মুক্তির পাতা
চিন্তা করুক পাঠক কথাগুলোর গুরুত্ব
শুনতে খারাপ হলেও এ হল সর্বৈব সত্য।