বাকরুদ্ধ দর্শক শুধু ভূতের মতো দাঁড়িয়ে রইল
কোণঠাসা আর্তনাদ করে আমার টমি নিস্তেজ হয়ে গেল
দূর থেকে দৌড়ে আর রোখার মতো সময় পেলাম না
তোকে আর বাঁচাতে পারলাম না


ওরা তোকে মেরে ফেলল টমি
আর ছুটে মুখ চেপে ডুকরে উঠলাম আমি
নিজেদের খেলার ছলে নিদ্ধিধায় তোকে পিষে দিয়ে গেল
গাড়ির তলায় চাপা পড়ে তোর নির্বাক চোখ ঘুমিয়ে পড়ল


কুকুর বলে তোদের এখানে বাঁচতে নেই
আর ওই জানোয়ারদের কোন দোষ নেই
ওই সাহেবের দুলালেরা তোর জীবন নিয়ে নিল
তার কসুর মাফ করে, রক্ষকেরা আমায় দূর ছাই করে তাড়িয়ে দিল


আর ওই লোকগুলো যারা ওখানে ছিল
ওরা ওই মানুষরূপী জানোয়ারদেরও ছাপিয়ে গেল
তারা কাদের লোক, তোকে যারা মরতে দিল
তোর জান নিল যারা, মুখে কুলুপ এঁটে ওদের বাঁচিয়ে দিল


শান্ত তুই খেলা করছিলি
কার কিসে বাধা দিয়েছিলি
আমি যদি জিজ্ঞেস করি, উত্তর দেবে ওরা কেউ
রক্ষক এখন ভক্ষক, আর পাত চেটে কখনো বা বড়লোকের ফেউ


এ নির্মম মানুষের মাঝে আর আসিস না পরের বার
ঈশ্বরের কাছে আমি ভিক্ষা চাই শুধু এটুকুই বিচার।


(অনেক বছর আগে আমার এক পরিচিত মানুষের পোষ্য এভাবেই মরনের পারে চলে যায়।সালটা মনে নেই।তবে ঘটনাটা আবছা মনে ছিল।)