মাঠেঘাটে চড়ে বেড়াতাম আমরা
খুঁজতাম কখনো আম কিংবা আমড়া
আজ বড়ো হয়ে নেই সে স্বাদ
খাঁটি সোনায় যেন রয়েছে খাদ
অবাক করা দুর্গাপুজোর দিনগুলো
মাছের কাঁটা চিবোতো মেনি-হুলো
আজ কচি থেকে বুড়ো
খাচ্ছে না দেশি মাছের মুড়ো
কায়দার পোশাক চড়িয়ে
শিক্ষা-বোধ-মান হারিয়ে


চলেছে ভিখিরির মতো
না বোধহয় তারও ছোট


লোকের পা- তলা  চেটে
অন্যায় কথা না কেটে
চুপিসাড়ে গিলে নিয়ে
কেটে পড়ে পোড়া মুখ লুকিয়ে
বাপের অন্ন ধ্বংস করে
ব্যাটা বাইক চড়ে
বড়ো নেতা বড়োই কথা
কাঁড়ি কাঁড়ি টাকা ট্যাঁকে গাঁথা
গরীবের ভাল করবে বলে
ভোটটা চুকিয়ে ফেলে
তারপর আর কে কাকে চেনে
টাকার পাহাড়ে নেতা আর গরীব ভাতে- ফ্যানে
মানুষ খুঁজবে এই ভিড়ের মাঝেতে
না গো, তাহলে তোমায় ওরা পুঁতবে মাটিতে
এই স্বাধীনতা চাই নি গো মোরা
শহীদের রক্তের বদলে চাইনি কবর খোঁড়া


নতুন দিনে নতুন ভাবনা ভেবে
সকলকে এগোতে হবে একজোটে, একসাথে ।