অনেক পথ এগিয়ে এসেছি মোরা
কিন্তু ভাবিনি এত সহজে পরব ধরা
ইংরেজরা গিয়েছে তো তাতে কি?
নিজেরা স্বাধীন হতে পেরেছি কি?
পুকুরচুরী করে একদল ফুলে ফেঁপে উঠছে
আর গরীব এককোণে উচ্ছিষ্ট হয়ে ধুঁকছে  
স্বাধীনতার ৭৫ টা বসন্ত পার করে উদযাপনের ধুম বেড়েই যাচ্ছে
এদিকে মধ্যবিত্ত বাজারে ঘরেতে  গিয়ে নিত্যদিন মূল্যবৃদ্ধির ছ্যাঁকা খাচ্ছে
দেশেবিদেশে ঘুরে ঘুরে দেশের টাকায় নেতা - শিল্পপতি - আর উঁচুতলার ছেলে-পুলে বিলেত ফেরত, আর এখানেতে উদ্দাম নেশায় মত্ত  
মোদের কপালে শুধুই আশ্বাস আর ঋণের ঠেলায় আত্মহত্যা- এসব বরাদ্দ আর মুখ খুললেই সমাজ করবে ব্রাত্য  
জনগণ খেটে মরে, মাঠেঘাটে, জনপথে -কারখানা-শ্মশানে আর বসে বসে মন্ত্রী- বড়বাবু-ফিল্মস্টারদের ঘর ভর্তি
সাধারণের উপর যত কায়দা কানুন কর চাপানো, ওদিকে সব ফাঁকি দিয়ে জোচ্চোরেরা করছে ফুর্তি ।