মুখ ফুটে না বলা ভালোবাসা গুলো বড্ড অবুঝ;
হারানোর ভয়ে প্রকাশটাও আর সেভাবে করা হয়ে ওঠে না।
অচেনা থেকে হয়ে ওঠে সুন্দর বন্ধুত্ব,
ব্যক্তিত্বটা বাহ্যিক হওয়ায়
সম্পর্কের ঊর্ধ্বে  উঠে যায় সম্মানটা।
মানবিকতটা একান্ত হওয়ায়,
ছাড়তে চায় না কখনোই
বন্ধুত্ব নামক নিষ্পাপ অপ্রকাশিত প্রেমটা।
ভরসা করা হাত দুটো হয়ে উঠুক বেড়াজাল;
আগলে রাখুক সমস্ত মান-অভিমান।
থেকেই যাক না মনের গভীরে লুকানো প্রেমটা!
মন দুটো যখন আকাশ ছুঁতে চায়;
সময় তখন হাতছানি দেয় বিবেকের দ্বারগোড়ায়।
সম্পূর্ণভাবে অধিকারটাও ফলানো যায় না,
তাই অভিমান-অনুভূতিরা হুম-ঠিকই আছে তে আবদ্ধ রয়।
কারণ,মনে থেকেই যায় পূর্ণতা না পাবার ভাবনাটা।
পরিস্থিতির কাছে প্রাপ্তবয়স্ক প্রেমটাও হার মেনে নেয়।
রয়েই যাক না প্রেমটা সারাজীবন বন্ধুত্ব নামেই।