মেঘের আলাপ হয় শ্রাবণের সাথে,
এসেছিলে খুব ভোরে ভেজা দুই হাতে।
ভেজা প্রেম,জলাধারা,জলছবি আঁকে
লজ্জায় রাঙা মুখ, গোধূলিতে ঢাকে।
জড়িয়ে শ্রাবণ বুকে, মেঘ অভিমানী
ভালোবেসে প্রথম সে চুম্বনখানী-
মাখা ছিল বিদ্যুতে, স্বপনের ক্ষণ।
ফিরে যাবে ঋতু শেষে অঝোর শ্রাবণ!
দিন যাবে, রাত হবে, ঝরে যাবে পাতা
থাকবে কি মনে মেঘ, শ্রাবণের কথা?