মেঘের আলাপ হয় শ্রাবণীর সাথে,
ওদের পরিচয়টা হয় ঊষা সিক্ত প্রাতে;
প্রেমের বারিধারা উছলে পরে আষারী বর্ষাতে;
লজ্জায় মুখ ঢাকে গোধূলির সিঁদুর রাঙা মেঘেতে;
দুজনের আলিঙ্গন হয় সাতরঙা রামধনুতে।
প্রথম চুম্বনটা হয় বিদ্যুৎ কে সামনে রেখে।
আর, মাখোমাখো প্রেমটার পরিবর্তন হয় ঋতুর সাথে।
শ্রাবণী যে বড্ড অভিমানী ;
তা বোঝায় ঘোরতর কালবৈশাখী।