পিরিয়ড শব্দটা শুনে
সমাজের মুখটা যায় কুঁচকে;
প্রতি মাসের ঐ কটা দিনে
অসুস্থতা আসে প্রতিটা ক্ষণে।
দুমিনিটের রক্তপাতে হও অস্থির;
আঠারো ঘণ্টার রক্তপাতেও মেয়ে কিন্তু স্থির।
পুরুষ অফিস-কাছারি করে
তুমি হও অধৈর্য্য,
ব্যাথা নিয়েও সমান তালে
তাল মিলিয়ে চলে
নারী তোমারই আছে অসীম ধৈর্য্য।
কি ভাবে করো পিড়িয়ড নিয়ে বিদ্রুপ?
যন্ত্রণাটা একটিবার অনুভব করতে পারলে
বোধ হয় থাকতে চুপ।
এই পিরিয়ডসেই সুন্দর ভবিষ্যতের উৎস;
সেটাই তোমাদের কাছে উপহাস্য।
পিরিয়ডসের কাঁচা রক্তেই পুরুষ তোমার জন্ম;
আর সেটাকেই করো তুমি ব্যঙ্গ।