ভয় হয়
কখনো যদি আমার উপস্থিতি
তোমার কাছে
একঘেয়ে হয়ে যায়।


নিষিদ্ধ ছায়ায় রাখি খেলা
শরীর ও খাম
জানিনা কত পুরনো কার্পেটে
শুকবো আধভেজা স্নান।


আগুনেও ভয় হয়
কতটা পুড়ি ভিতরের আমি
কতকটা তুমি


নদীপথ হেঁটে হেঁটে
চর্যাপদ আমার জীবন ।