কোমল বাতাস চোখের পাতা ছুঁলেই ভাবি
সমুদ্র উপকূলে দাড়িয়ে আছি
অন্ধকারে মিশতে থাকা এই সমুদ্রবায়ু
আমার ঘরের ভিত রচনা করে
তার উপর আমি সযত্নে গুলতে থাকি
কাঁচানুন আর ইসবগুলের ভুসি ।


ঘুমের পাশাপাশি হাঁটতে হাঁটতে
উভলিঙ্গ সময় আমার মশারির চারপেয়ে হয়
জলের আসর ছেড়ে খুলতে থাকে বোতামঘর
আমার বুকের উপর তোমার আহ্লাদি পিঠ-
বালিচর খুঁড়ে উঠে আসে রাজকাঁকড়ার দল
কাগজী লেবুর গন্ধ ঠেলে গড়াচ্ছে এলোচুল ঘরময় ...