ভাবি তোমায় নিয়ে কবিতা লিখব,
লেখা আর হল না!
গোল চাঁদ হয়ে গেল এক ফালি কুমড়ো,
নাঃ আজও হল না!
আমি ভাবি আমি বার বার চেয়েছি-
তোমাকে চড়াব আমার ভাবনা-দোলায়,
সাজাব তোমায় ছন্দ সুষমায়।
অরুণালোক প্রতিদিন আসে আর চলে যায়,
রবি বাউল একই সূরে পলিপথে গান গেয়ে যায়।
বাঁকা সে ধূলিপথ গিয়েছে মিলিয়ে
সুদূর পিচ ঢালা রাস্তায় ।
তবু গাইতে পারিনা গান আজও!
আজও বসি নিয়ে ছেঁড়া চিরকুট-পেন,
তবু পারি না আমি পারি না আঁকতে
তোমায় পারি না রামধনু রঙে রাঙাতে!
লিখেছি আমি সবুজ এক বার্তা,
সাধ জাগে তাহা সোনালী খামে ভরে
তোমায় পাঠাতে এক ভেজা বিকেল বেলা'
সেখানেও দেখি এক রাশ ব্যর্থতার ফুল!
তবু হায়! তুমি যে কেমন-- ভেবে পাই না কূল!