নেশাগ্রস্ত ক্লান্ত চোখে হঠাৎ তোমায় প্রথম দেখে জানিনা কত টুকু আশ্রয় নিতে পেরেছিল এ হৃদয়,
যেটুকু গন্ধ ছিল সেগুলোই যেনো ঠাই পেয়েছে একাকীত্বের ব্যাকুল মনের পিঞ্জিরায়!
জানিনা সেই আবেগের মিছিলে শব্দের ভিড়ে অনুভূতি গুলো বাক্সবন্দী করতাম...
জানিনা মনের খাঁচার বন্ধন খুলে তোমার হাতে এ ক্ষুদ্র প্রাণ ভ্রমর তুলে দিতাম...
জানিনা কিভাবে মিছিলের সব ব্যারিকেড ভেঙে কিভাবে বুক চিঁড়ে ভালোবাসা খুঁজতাম...
আসলে তুমি ব্যস্ত আজ নতুন কোনো পেশায়,
আমিও হয়েছি মাতাল শুধুমাত্র তোমার আশায়-
জারজ প্রেমে তে আসক্ত ব্যাকুল দেহ-মন-বিজ্ঞাপন,
নেশাগ্রস্ত তার হৃদ-মাঝারের আগুন, আস্ফালন!
পাপের বোঝা এড়াতে কেউ অশ্লীলতা থেকে মাদকের ঘরে-
দুঃখ বেদনা দুর করতে আজ কেউ কাউকে নেশাগ্রস্ত করে!
মদের ছোঁয়া, গাঁজার ধোঁয়ায় স্বপ্ন লুটিয়ে নেশাগ্রস্ত-
দিশেহারা মন, সোহাগ খুঁজে তার প্রেমেতেই জর্জরিত...
আসলে যার প্রেমেতে আজ আমি হয়েছি আসক্ত-
সেও বুঝিয়ে দিয়েছে আমিও নাকি আজ দুশ্চরিত্র!