আমি মানুষ দেখেছি, সভ্যতা দেখিনি!
আমি নিঃস্ব প্রেমিকের খুন হওয়া দেখেছি, খুনের বিচার দেখি নি!
আমি রক্ত জবা দেখেছি, তার হৃদপিণ্ড দেখি নি!
আমি অনাহারে বেড়ে ওঠা ফুল দেখেছি, তার নাম জানি নি!
আমি যুদ্ধ দেখেছি, হরিণ বর্ণের ঘাস রক্তে রঞ্জিত হতে দেখেছি,
আমি অতলস্পর্শী সাগর দেখেছি, পায়ে পরে প্রাণ ভিক্ষা চাইতে দেখেছি,
আমি পাহাড়ের বুক ফাটা বোবা কান্না ঝর্না হয়ে ঝড়ে পড়তে দেখেছি,
আমি এক অসহায় মাকে নীরবে কাঁদতে দেখেছি,
আমি সন্তান বর্জন দেখেছি, একটা সদ্যোজাত শিশুকে ভূমিষ্ঠ করতে দেখেছি ,
আমি বেকার দেখেছি, পিঠে দায়িত্বের বোঝা নিয়ে নিজের স্বপ্ন গুলো কে বিসর্জন দিতে!
আমি শিক্ষিত পরিবার দেখেছি, জাত নিয়ে গর্ব করতে!
আমি অশিক্ষিত মানুষ দেখেছি জাত পাত ভুলে এক থালায় ভাত খেতে...
আমি মানবতা খুঁজেছি, পেয়েছি শুধু অবহেলা,
আমি ঈশ্বর খুঁজেছি, পাইনি তার দেখা!
আমি আবেগ খুঁজেছি, পেয়েছি শব্দের ভাণ্ডার,
আমি ভালোবাসা খুঁজেছি, পেয়েছি অপ্রেমিকের তকমা
আসলে সব কিছুর মাঝে একটা তফাৎ খুঁজে পাইনি, তা হলো শুধু "শিরদাঁড়ার"
দিন শেষে জোনাকির দল, আঁধার ঘিরে'ই নাচবে-
একটা ছেলে আজন্মকাল, নষ্টা হয়েই বাঁচবে!