বৃথা ঘরে আগুন জ্বেলে, ফিরিয়ে দেওয়ার পন্থা,
পুড়ে যাওয়া গৃহস্থের ঘরে, নিভু ছাইয়ের শোক-
হবো তবে পাপের ভাগী, জড়িয়ে জীর্ণ কন্থা
পদ্যের জঠরে শব্দের ভিড়, শয্যায় আত্মা ধ্রুবক!


মুঠোয় ভরা ক্ষোভ, যদি ধৈর্য করে অতিক্রম
অমলিন অট্টহাসির নিচে, তুমি উচ্চ করো শির-
বিষ ঢেলে চিত্তে, স্বপ্ন নিশান পুড়িয়ে অভ্রম
মন ভাঙা প্রেমিকের ঘরে, সব চরিত্র রক্তকরবী'র!


সংলাপ শেষে পরে থাকা করতালি, অসংকোচের পৃষ্ঠা,
শব্দের চেয়ে দ্রুতগামী, অসময়ের বাড়তে দেওয়া ভুলে-
কান পাতি আজও পাহাড়ের কোলে - মনখারাপির তিস্তা,
স্মৃতির হত্যাকারী, রোজ রাতে খুন হয় বিনামূল্যে!


বিচ্ছেদ আজও প্রিয় বড়ই, মুক্তি দিয়েছি হেসে-
নিভে যাওয়া মোমবাতির মূল্য কি, জন্মদিনের শেষে!