বললে যেদিন হঠাৎ নিজের মুখেই,
চিলেকোঠার ছাদে এসে
ঝিরিঝিরি বর্ষায় ভিজে
ভালোবাসো নি আর, খুশি হলাম জেনে!


আমি মানুষ চিনতে করেছি ভুল,
অতলস্পর্শী সাগরের পাইনি কূল
স্বপ্নের বিসর্জন নীল সাদা খামে-
নষ্ট প্রেম বেচে দেবো কম দামে,
ভালোবাসো নি আর, খুশি হলাম জেনে!


শূন্য বাতাস, আর ভুলে যাওয়া গানে,
কোকিলের কুহুতান, মনখারাপির অনুষ্ঠানে-
লাভ কি সেখানে!
কেঁপে ওঠে বুক বিমূর্ত সঙ্গমে
নিস্তেজ শরীরে মৃত সমুদ্রের গর্জনে,
মিশে একাকার রাত্রি ও নক্ষত্র -
রক্তের প্লাবনে!
ভালোবাসো নি আর, খুশি হলাম জেনে!


বললে যেদিন হঠাৎ নিজের মুখেই,
চিলেকোঠার ছাদে এসে
ঝিরিঝিরি বর্ষায় ভিজে
ভালোবাসো নি আর, খুশি হলাম জেনে!