বিন্দু বিন্দু অশ্রুর দামে
মেঘ করেছে অভিমানে,
অন্ধ পাখির বোবা গানে,
চোখের পলকে জ্যোৎস্না নামে!


বিখন্ড দর্পণের রাত
আজ সব নিপাত যাক,
নিরেট ভরসার ফাঁদ,
পুরোনো মলাটে জমেছে ছত্রাক!


সাধ হয়েছে বারবার
মায়াবী চোখে হারাবার,
লজ্জার ভয় বেশী কার,
কুয়াশা ভোরে নিসর্গ অন্ধকার!


নেশা জড়ানো বাঁকা ঠোঁটে,
নীরবে বদনাম রটে -
মুখোশ ছিঁড়ে হাসি ফোটে
পরিচিত মুখ হারায় তল্লাটে!