ভুলতে চেয়েছি ছোঁয়াচে আদর
পথ ভুলে গল্প সাজায় নদী,
হারিয়েছি আজ পোষাকী ডাকনাম
পাহাড়ের বুকে মেঘেরা বিষাদী!


পাহাড়ের ও বুক ফাটে
অশ্রুধারা রূপ নেয় ঝর্নায়,
কবিরও তো মন থাকে
দুঃখের গাঁথা সাজায় কবিতায়!


পাহাড়ের চূড়ায় যখন ওঠে ঝড়
মাটির কাছে খোঁজে ভীষণ সুখ,
মাটির দুঃখ কে আর বোঝে হায়
বুঝবে যেদিন নদীর ভাঙবে বুক।


স্বর্গ যেনো সূর্যের মতো তপ্ত
হোটেলের গিটারে অপ্রাপ্তির সুর,
পাহাড়ের আড়ালে লুকিয়ে রাখা শব
অন্ধ সেজে পালছে হৃদয়ে অসুর।


মুখ ফিরিয়ে মেঘের আড়াল গোনে
আকাশ ঢাকে কালো মেঘে হায়,
চোখ তবুও আশার জাল বোনে
হারিয়ে নিয়তি সৌন্দর্যের পদছায়ায়!