শ্রোতা আমি, পরিযায়ী পাখির কথা শুনি!
জোনাকির আলো আর ঝিঁঝিঁপোকা ডাক পেরিয়ে ভোরের আবিরে,
ধুলো মাখা বিবর্ণ শব, একমুঠো কাঁদা, বার্নিশ মুখে ঘষে!
একে অপরকে কতকিছু বলে...
সম্পর্কের শেষ, কথাদের ইতি!
একমুখী সস্তার প্রেম মাদকের ঘরে,
ব্যর্থ প্রেমিকার কবিতার মুনাফা খোঁজে বাজারি পাঠক!
সমুদ্রের চোরাবালি ভেদ করে কারা নাম লিখে ফিরেছে ঘরে?
কোন সে আত্মঘাতী প্রেম গর্জে ওঠে জনতার মিছিলে?
মনখারাপির অসুখ গায়ে মেখে, স্বপ্ন মরে কেন অন্দরে?
আসলে কেউ রাখে না কারো খোঁজ!
তারপর,
শ্রোতা আমি, কেবল পরিযায়ী পাখির কথা শুনি!