এখন আমি আর ভালো নেই;
ফিরতি পথে বন্ধু হলো রাস্তা-
নিন্দা রটাক পাড়ায় যতো মৌমাছি
বুক ফাটে তবু হেসে যায় সহমর্মিতা!


দিন চলে এভাবেই, অস্তিত্বের স্থাবর
হস্তিদন্ডে কাঁটা শয্যাতলে প্রমোদ কানন-
জীবন শুরু মৃত পর্যটকের ভিড়ে
হৃদপিন্ড জুড়ে নিষ্পেষিত ব্যথার ক্রন্দন!


পুড়িয়ে ছাই করা যতো অবিচার
সম্পর্কের বাঁধন আতস কাঁচের ফাকে,
খবরের কাগজে সস্তার কিছু  বিজ্ঞাপন
প্রেমের হত্যাকারী মৃত্যুর ভোর আঁকে!


এখন আমি আর ভালো নেই;
কেটে যায় একাকী রাত শুধু আতঙ্কে,
বাকি যা কিছু জীবনের ঋণ
শর্তাহীন বন্ধক রেখেছি অন্ধের কৌটোয়!