শুয়ে আছি পালঙ্কে, করছে শুধু তুমি তুমি মন-
সত্যি করে বলো দেখি, কখনো কি আমার প্রয়োজন?
ফোঁটে না পলাশ কোনো শর্তে, জীবন সে তো বিপন্ন -
ছেঁড়া কাথায় স্বপ্নের ভিড়, ঘরের চাল বাড়ন্ত!
স্বভাব দোষে কাব্যি করা, হাজার শব্দের উপস্থিতি,
আসলে এ কলি যুগে, না বোঝার যতো আদিম রীতি!
প্রহসনের এক চূড়ান্ত সিদ্ধান্ত, অপদার্থ কোনো সন্মানে-
বেপরোয়া মন স্বার্থপর ভীষণ, মৃত্যু চুমি শুধু গানে!
রাত জাগি প্রহর গুণে, অতিত লিখি না আর,
জমিয়ে রেখেছি অনেক কথা, আবেগ ছুঁয়েছে পাহাড়!
বলতেই পারো দোষী আমায়, অন্য কোনো বসন্তে...
প্রেম-ভালোবাসা বড্ড দামী আজও, বেহেস্তর'ই প্রাঙ্গণে!
প্রাচীন নগরীর অঘোষিত প্রেমিক, চেয়েছো কখনো জানতে?
প্রমাণ দিতে গিয়ে ন্যুব্জ আমি, ক্লান্ত আমি এ ভরা বসন্তে!