কপোল বেয়ে ঝরে পড়া ঘাম, শরীরের লোমকূপে-
ছেড়ে আসা বসত বাড়ি, দৃষ্টির কলঙ্ক মাপে!
বদলেছে ভাগ্য চক্র, আপন হয়েছে আজ পর,
ভবঘুরে পথিক অবচেতন মনে খুঁজে ফেরে নিজ ঘর!
লুকিয়ে রাখা আত্ম-পরিচয়, এই বুঝি জীবনের মাপ?
ভেঙেছে মন একলা ঘরে, ভালোবাসা নয় কোনো পাপ!
বিরহে মিশেছে বহুমুখী নদী, হেসেছে সাগর বারবার..
ছেঁড়া চিরকুটে পদ্য লেখা, ইচ্ছে নয়-স্বভাব আমার!
তর্জনী তুলে চেনালে কাকে? সে বুঝি আপন কোনো লোক?
পাগল বোঝে না ক্ষত, ঝিনুকের বুকে পুষে রাখা শোক!
এবার একটা স্থায়ী ঠিকানা চাই, ঢাকতে চাই ক্ষত-
সমস্ত আবেগের ফেরী করে, ভালোবাসায় নরক বাসী হবো!