মনের মানুষ খুঁজেছিলি, পাসনি পুরো তারে,
আধেক আছে তোরই কাছে, আধেক আছে দূরে।
আমার সেই কাছের আধেক পূর্ণ করে তোরে,
পূর্ণ দিনের স্বপ্ন নিয়ে, নিত্য নতুন ভোরে।
সেই আধেকেই দেবো তোরে ভালোবাসার ছোঁয়া --
আমার আধেক, তবু হবে পূর্ণ করে পাওয়া।
সেই আধেকেই দুলবি রে তুই আমার হৃদয় দোলে;
আমার আধেক কইবে কথা প্রাণের প্রণয় বোলে।
আধেক কাছে পাওয়ার মাঝে আধেক ভালোবাসা,
আধেক নয়, চাই যে আমি পূর্ণ সর্বনাশা।
এই কাছের আধেক পূর্ণ করে পাবি যবে ওরে,
দেখবি শুধু আমরা দু'জন, নিখিল এ সংসারে।
"বাকি আধেক কোথায় গেলো?" ভাবিস যদি তুই---
আমি বলবো, "এটাই আমি, বাকি আধেক নেই।"
                    -----●-----
গৃহ (কালনা),
ফেব্রুয়ারি, ২০০৬