কবিতারা সব বিদায় নিয়েছে যেন,
কোথাও তাদের খুঁজে পাই না যে আর;
জীবন জুড়ে গদ্যের ছড়াছড়ি--
জীবন এখন সদা যুদ্ধের কারবার।


এখন ছন্দ বিহীন জীবনের দিন-রাত,
এখন শুধুই ছুটে চলা অবিরাম,
সকাল-সন্ধ্যা কলমে ও কাগজে
আঁকিবুকি কাটে জীবনের সংগ্রাম।


প্রাণ গুলো যেন আজ চঞ্চল নেই,
সদা চঞ্চল সেই ছন্দের রসায়ন--
হারিয়ে গিয়েছে কালের করাল গ্রাসে;
সমীরণহীন পড়ে আছে বাতায়ন।


আজকে মোদের ওষ্ঠ-অধর জুড়ে
অতীতের দ্বেষ ঝরে পড়ে অবিরত--
ইতিহাস তার দায় নিয়ে বসে আছে,
কাছে আসছে না রঙিন ভবিষ্যৎ ও।


অতীতেই যদি বাঁচি আমি ও তুমি,
আজকের দিন আজকেই শেষ হবে;
অতীতের টান যদি আজ পিছুটানে,
আনন্দ গান গাইবে গো আর কবে?


কুড়াই এসো ছোটো ছোটো যত নুড়ি,
লাল, নীল, সাদা-- কতই রং বাহার;
এসো কবিতা বানাই আমরা দু’জন মিলে,
যদিও জীবন সদা যুদ্ধের কারবার।।


           -----●-----
চুঁচুড়া, ১৪/০১/২০২০