সভ্যতার আদিমতা থেকে
হাজার-লক্ষ মাইল পথ উজিয়ে
আমি এসে দাঁড়িয়েছি এই খরস্রোতার ধারে
                         তোমার আঘাতের অপেক্ষায়।
জানি নিঃসীম, নিদারুণ সে আঘাত
দীর্ন করবে আমায়, ছিন্নভিন্ন করবে
অসাধারণ আধুনিকতায়,
তবুও আমি –
                         তোমার আঘাতের অপেক্ষায়।


তুষার ঝড়ে এগিয়ে চলা অভিযাত্রীর
মনোবল সাথে নিয়ে হেঁটে এসেছি
লক্ষ-কোটি নক্ষত্রের আলোয় আলোকিত হয়ে,
ছুঁয়ে এসেছি তোমার উরু, জঙ্ঘা, উদর, বক্ষ ও অধর—
আর সভ্যতার আবরণ ছিঁড়ে গড়েছি তোমায়;
তাই আজ আমি
                         তোমার আঘাতের অপেক্ষায়।


দুঃসহ, দারুন সে আগামী আঘাত
জেনেও চেয়ে আছি সামনের পটভূমিতে;
মুখে শেষ না হওয়া হাসি —
দু’হাতে আমার নবীন বনলতা –
সমস্ত শরীর আমার খরস্রোতার জলকণায় সিক্ত;
দু’চোখে তরঙ্গিত ঝর্ণা;
বনফুলের রেনু মাখা মুখে আমি –
                        তোমার আঘাতের অপেক্ষায়।


আমার এক অরণ্য স্বপ্ন
তোমাকে নিংড়ে দিয়ে আমার জীবিত শরীর
আছড়ে পড়বে ঐ গিরিখাতের অতল গর্ভে;
পাথরের খাঁজে খাঁজে ভাঙতে ভাঙতে মিলাব পঞ্চভূতে;
আর ওই খাতের গভীর থেকে
জলভেঙে তৈরী জলকণার সাথে
পাইনের রেণু মেখে ফিনিক্সের মত
ডানা মেলে উপরে উঠে আসবে প্রাণ আমার;
তাই আজ আমি
                        তোমার আঘাতের অপেক্ষায়।
                     ~~~~~●~~~~~


পথের ধারে
৩০/০৬/২০১৩