হে মোর বন্যা-


তোমার রূপে
         তুমি অনন্যা,
তোমার গুনে
         তুমি যে ধন্যা,
কি দেব তোমায়
         জানিনা কন্যা!
ভিখারি আমি, শূন্য দু'হাত।


প্রেম ছাড়া কিছু নাহি যে দেবার,
বুক ভরা প্রেম আছে গো আমার;


প্রেম ছাড়া কিছু
             চাহি না তো আমি,
তাই তোমারেও শুধু
             প্রেম দিতে জানি,
তোমারেই দেবো, মোর
             প্রেম ফুল খানি--
আমার হৃদয় বাগিচা থেকে।


ফিরায়ো না যেন সেই দান টুকু,
আমার প্রাণের সেই সুর টুকু;


সেই সুর দিয়ে
           বাঁধি আমি গান,
কখনো কবিতা,
           বা তব পরান,
তার তালে তালে
           নেচে ওঠে প্রাণ,
তোমারই প্রাণের তরে।


জড়াবে যেদিন তব বাহুডোরে
প্রনিব সেই দিন মোর দেবতারে--
                       করজোড়ে, প্রাণ ভ'রে।।
        ------◆------
গৃহ (কালনা),
১৮ই কার্তিক, ১৪০৪