চলো যাই, বেরিয়ে পড়ি তোমার হাতটি ধরে,
যেদিকে মোদের দুচোখ যায়, অথবা দিগন্তরে।
হাঁটবো তোমার পাশে পাশে, অতি ধীরে ধীরে,
ক্লান্ত ডানায় পাখি যেমন ধীরে বাসায় ফেরে।
তখন আমার শরীর জুড়ে তোমার দেহের ঘ্রাণ ,
চলতে থাকব ছন্দে ছন্দে, অবুঝ দুটি প্রাণ।
গভীর দুটি চোখের তারা, তোমার চিবুক, অধর-
তোমার উষ্ণ নিঃশ্বাসে মোর বুক কাঁপবে থরথর।
হাঁটতে হাঁটতে একটু পরে, চাইলে হাতটি ধরে নিও;
পাশাপাশি শুধু দুজন, আর কেউ থাকবে না কোত্থাও।
দুপুর যাবে, বিকেল যাবে, সন্ধ্যা নামবে ধীরে;
আমরা দুজন বসবো মাঠে, মুখোমুখি ফিরে।
আধো আলো, আধো আঁধার, সমস্ত মাঠ জুড়ে--
থাকবো বসে আমরা দুজন, যেন দুইটি ভবঘুরে।
হটাৎ যদি বৃষ্টি নামে, শরীর জুড়ে শীতল বারি ধারা,
তোমার অধর কামড়ে ধরে তখন আমি পাগলপারা।।
                     ~~~~~●~~~~~
অফিস ফেরতা পথে
১০/১১/২০২২