সেদিন আমরা কোথাও হাঁটিনি জানো?
সেদিন আমরা ভেসেছি হাওয়ায় হাওয়ায়;
সেদিন আমরা বসিনি কোথাও জানো?
আমরা দু'জনে ছিলাম মেঘের ভেলায়।


সেদিন আমরা খাইনি কোথাও কিছু,
যদিও শরীরে ছিলো স্বাভাবিক ক্ষুধা,
সেদিন আমরা উপোসী দুইটি মন--
একে অপরের পান করে গেছি সুধা।


সেই সন্ধ্যায় আমরা উড়েছি হাওয়ায়,
পাখা মেলে দিয়ে চিল, সারসের মত
সেই সন্ধ্যায় মিলেছি আমরা মিলনে--
অবগুণ্ঠন ছুঁড়ে দিয়ে, ছিলো যত।


সেদিন রাত্রে জ্যোৎস্নায় ভরা আকাশ
সবক'টি তারা মিটিমিটি হাসছিলো,
রাতের পাখিরা জেনেছিলো যারা সব,
আনন্দে তারা ডালে ডালে নাচছিলো।


সারা দিন ধরে হৃদয়ের দোলাচল,
সেদিন আমরা দেওয়ায় নেওয়ায় পূর্ণ,
সেদিন আমরা বাহুপাশে ধ্যানমগ্ন
মান অভিমান সব কিছু করে চূর্ণ।


জানিনা কবে আবার পালক হবো
হালকা দু'জনে ভাসবো মন্দ হাওয়ায়--
হাঁটবো না পথে, বসবো না কোনোখানে,
জলে ভেসে যাবো মন্দ দাঁড় বাওয়ায়।।
           -----◆-----
১৫/০৫/২০২৩
কালনা