দু'জনে মিলে ঘুরতে যাবো একদিন,
যদি হই বুড়ো বুড়ি, তবুও হাত ধরে,
সেদিন হবে মোদের আনন্দ দিন;
সাগর তীরে, অথবা কোনো পাহাড়ে।


হয়ত আমরা জলে ভেজাবো পায়ের
পাতা, সেলফি নেব দুজনে পাইন বনে,
হয়ত ঝাউ-এর বনে বসবো দু'জন মিলে,
অথবা পাহাড়-ঢালে, চায়ের বাগানে।


সেদিন মোদের আলাপ জমবে দারুন,
ঘন ঘন উঠবে তুফান আসরে চায়ের,
তখন গায়ে গায়ে ঢলে পড়ে গিয়ে মোরা,
ভুলবো স্মৃতি সব, যত মন খারাপের।


দু'টি মনের ভিতর তখন প্রবল ঝড় ---
আনন্দগান বাজবে মন্দ-মধুর সুরে,
হাতের উপর থাকবে হাত তোমার;
আমরা বসবো তখন নরম রোদ্দুরে ।।
    ~~~~●~~~~
চুঁচুড়া
২২/১১/২২