তোমায় দেখেই কবিতা লিখি,
                    অনেক লিখি গান—
তোমায় দেখেই আঁকি ছবি,
                    ভরিয়ে মন-প্রাণ।
তোমায় দেখি, তোমায় দেখি
                    তোমায় ভাবি মনে,
সচেতনে, অচেতনে আর—
                    আধো-জাগরণে।
তোমায় দেখি সাঁঝ আকাশে
                    তোমায় দেখি রাতে,
গোধূলির রাঙা আলোয়,
                    কুয়াশা ঘেরা প্রাতে।
ভাবছ বুঝি খুলছি আমি
                    মিথ্যে কথার ঝুলি,
মিথ্যে সে নয়, মিথ্যে সে নয়,
                    তিনসত্যি বলি।
ভাবনা আমার লাগামছাড়া
                    নীল আকাশে ছোটে,
মনের কুসুম হৃদয় মাঝে
                    কমল হয়ে ফোটে।
মনের ভাবনা তোমায় দেবো
                    পারবে তুমি নিতে?
ভাবনা মাঝে হারিয়ে গিয়ে
                    মনের খবর নিতে?
সকাল সন্ধ্যা পেরিয়ে গিয়ে
                    নিশীথ গভীর হলে
মনের যত ভাবনা তখন
                    হাজার তারায় জ্বলে।
মনে আগুন, ভাবের আগুন,
                    মন যে ফুটিফাটা;
তোমার হৃদয়-কলস হতে
                    জল দিয়ো ক’ফোঁটা।
বধূ তুমি, বন্ধু আমার—
                    সে জল টুকুই খাঁটি,
বাকি সমুদ্র মিথ্যে ওগো--
                    ষোলোআনাই মাটি।
তোমার মনের দরজা খুলে
                    তাকাও একটুখানি
ভাবের বাতি জ্বলছে দেখো—
                   দেখতে পাবে জানি।
দেখতে তারে ভয় পেওনা,
                    সাহস এনো মনে,
তোমার মাঝেই তুমি রবে--
                  আমি রব এক কোনে।।