আজ সাঁঝের তারা আমায়
              দু'হাত বাড়িয়ে ডাকে,
আজ শীতল মন্দ সমীরণ -
            ঘোরায় দারুন ঘূর্ণিপাকে।
আজ যত নবীন কিশলয়
            হাওয়ার সাথে দোলে;
আজ ফুলের রেনু গুলি
            যেন হৃদয়ে ঝড় তোলে।
আজ দিঘীর কালো জল,
            যেন সকল লজ্জা ঢাকে,
আজ মাধবীলতার মৌ,
            যেন মাতাল হতে ডাকে।
আজ হাতের পরে হাত -
            যেন অনেক কথা বলে;
আজ চোখের পরে চোখ,
             ক্ষণিক পলক ফেলে।
আজ বকুল গন্ধ মাখা,
              খোঁপা খোলা তোর চুল,
আজ চেনা গতের কাজে,
               বারে বারে শুধু ভুল।
আজ বাঁকা ঠোঁটের হাসি,
               চোখের কাজল কালো,
আজ ফুল ফুটেছে বাগে,
              আজ বাসছি যেন ভালো।
আজ ভ্রমর আমার মন,
              মধুর খোঁজে ছোটে,
আজ উত্তরের ওই পথে,
             একটি কুসুম ফোটে।
আজ হেমন্তের এই হাটে --
                মনের দেওয়া নেওয়া,
আজ রাজার পুকুর ঘাটে,
             দুটি প্রানের চেনা-শোনা।
আজ বৃষ্টি এলো জোর,
               হটাৎ প্রবল বারিধারা --
আজ ভিজছে দুটি মন,
               দুটি পাগল সৃষ্টিছাড়া।
      ~~~~~~◆~~~~~~


নিভৃতে শয্যায়
১২/১১/২২