আবার আমি আগের মত চাঁদ দেখতে চাই,
একা দাঁড়িয়ে সারা সন্ধ্যা, গভীর রাতের বেলা;
চাঁদের গায়ে কালো দাগ, ধূসর ছাপ --
চাঁদ ভাসছে -- আমি ভাসছি, যেন মেঘের ভেলা।


চাঁদের গায়ে ক্ষত আছে, চাঁদের বুকে পাহাড় --
চাঁদের গায়ে নদীর দাগ, মরা ধূসর বালু-বেলা;
চাঁদের গায়ে শুকনো সাগর জলে ভরিয়ে
আমি ডুবতে চাই সেই সাগরে এই রাতের বেলা।


চাঁদ দেখতে চাই আমি আগের মত আবার,
সারা সন্ধ্যা, তারও পরে গভীর রাতের বেলা--
চাঁদের গায়ে কালো দাগ -- সাগর, নদী, পাহাড়;
আকাশে চাঁদ -- আমি ভাসছি, যেন মেঘের ভেলা।


চাঁদের গায়ে দাগ নদীর মত, চাঁদের গায়ে
উল্কাপাতের ক্ষত, তবে আমি একটা উল্কা হই?
আছড়ে পড়ে মরব আমি একটি ক্ষত রেখে
চাঁদের পাড়ে ফেলব নোঙ্গর, আমি আকাশ তরণী হই?


চাঁদের গায়ে অনেক দাগ-- ওসব নদী, পাহাড়--
আমি তবে পাহাড়-চূড়া জড়িয়ে ধরে রই?
চাঁদের গায়ে শুধুই ধূলো, ধূলো মেখে আমি পাগল
সেজে চাঁদেই ঘুরে বেড়াই? অথবা চাঁদেই মরে রই?


আবার আমি আগের মত চাঁদ দেখতে চাই;
চাঁদ ভাসবে, আর ভাসবো আমি -- মেঘের ভেলা।
                  ------◆●◆------
কালনা,
০৮/০৭/২০১৩