অফিস ফেরতা ভীড়ে
জীবন যাচ্ছে ছিঁড়ে;
ঝুলে আছে প্রাণ
ট্রেনের হাতল ধরে।


টেবিলেতে সারা দিন,
অথবা বসের মিটিং--
হয় ঝাড় খাও, নয় করে
নাও নিজের মত সেটিং।


বাড়ীতে সময় গুলো
উড়ে যায় যেন ধূলো,
বৌয়ের বচন শোনা দায় হয়,
কানে তাই দিই তুলো।


এইভাবে দিন শেষ হয়ে যাবে,
জীবন হটাৎ ফুরিয়েই যাবে,
দিনান্তে এসে তুমি ভুলে যাবে--
জন্মেছ তুমি কবে।


মরণের আগে তুমি ভুলে যাবে,
জন্মেছ তুমি কবে।।
     ----০----
চুঁচুড়া, ০৪/০২/২০২০