রাত নেমেছে পাহাড় চূড়ায়,
             রাত নেমেছে ঘরে,
একলা জেগে এপাশ-ওপাশ,
               মনটা পুড়ে মরে।
দিন চলে যায় কাজ-অকাজে,
                 সন্ধ্যা নামে শেষে,
সব কাজে যে ভুল হয়ে যায়,
             তোমায় ভালোবেসে।
তোমার চোখের গভীর কালো,
                  দৃষ্টি মর্মভেদী-
ওই চোখের তারায় বইছে যেন
                 রহস্যময়ী নদী।
কালো বসন, কালো কাজল,
             কালো দীঘির জল-
আমিও কালো, কিছুটা ধুসর,
              আর প্রগল্ভ, চঞ্চল।
বসে ছিলে ঘরের কোণে,
             হালকা মধুর হাসি--
কিছু কথা না বলেই যেন
            বললে 'ভালোবাসি'।
সেই দুচোখে পড়ল দুচোখ,
               বিজলী পড়ে হেন,
মনের ভিতর বিষম ধাক্কা,
               হাপর টানে যেন।
মুহূর্তকাল চোখা-চোখি,
               মুহূর্ততেই শেষ
বুকের মাঝে উথাল-পাথাল
              গভীর সে আবেশ।
সকল শেষে সাঁঝের বেলায়
            কালো মানিক জ্বলে,
আসতে হলো সকল ছেড়ে
             সকল পিছে ফেলে।
তবুও কিছু আছে পড়ে,
             খুঁজলে পাবে তুমি,
একটু হাসি, একটু কান্না,
           হেথায় হৃদয় মরুভূমি।
হটাৎ করে দু'চোখ মাঝে
            আমার দু'চোখ পড়ে
হটাৎ করেই হটাৎ প্রেমে
               হৃদয় ভাঙে-গড়ে।
হটাৎ করেই প্রেম হয়ে যায়,
             হটাৎ কাছে আসি,
চঞ্চল মন, উঠছে-পড়ছে,
             বলছে 'ভালোবাসি'।।
       ~~~~~~●~~~~~~


বন্ধ ঘরে
১০/১১/২০২২