এই যে এত অনাবিল উচ্ছাস,  বিষম আবেগ,
মনে কী যে সে দুঃসহ টান, সারা দিনমান,
এই যে আকুতি ক্ষণে ক্ষণে, প্রতি পলে পলে,
এও কি সময়ের সাথে ধীরে ধীরে অবসৃয়মান?


চল্ তবে, দু'জনে ওই নদীর পাড়ে গিয়ে বসি।
পাড়ের ঢালু হয়ে নেমে যাওয়া সবুজ গালিচায়
পা ছড়িয়ে, তোর নরম পা নেমে যাবে স্রোতে --
হাতে রাখবো হাত, মরমে হারাবো দু'জনায়।


সময় থাকে না থেমে, দ্রুত তার গতি চিরকাল,
অবসন্ন হতে বাকি হয়ত আর কয়েকটা বসন্ত,
ফাগুণের ডাকে প্রণয়ে মজে না মন আজীবন,
তবু যেন মনে হয়, এই যে দিন, এ যেন অনন্ত।


নেই, নেই যে সময় বসে আকাশ-পাতাল ভাববার,
মনের সমস্ত কোনে ভাসে সারাক্ষন তোর জলছবি,
প্রেম অফুরান, বাড়বে ততই, ভাঙবে যত টুকরোয়;
তাই কাজলের কলঙ্কের কাছে তোকে করেছি দাবি।
                   ~~~~~◆~~~~~
স্তব্ধ রাতে
২০/১১/২০২২